Site icon Jamuna Television

নাজমুল হুদার তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয়ার নির্দেশ

নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার (১৮ ডিসেম্বর) সকালে দেশের সর্বোচ্চ আদালত এ আদেশ বহাল রাখেন।

এই মামলার শুনানির সময় আপিল বিভাগ বলেন, ৩৩ শতাংশ নারী কোটা রাখার শর্ত মানেনি কোনো রাজনৈতিক দল। নির্বাচন কমিশন বারবার নোটিশ দিয়েও শর্ত মানাতে পারেনি দলগুলোকে।

এ সময় আপিল বিভাগ নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, কেনো নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে চায় না ইসি। তখন ইসি জানায়, অদ্ভুত নানা নামে নিবন্ধন নিতে আসে দলগুলো, মানে না শর্তও।

এর আগে, ২০১৮ সালের ৪ নভেম্বর তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে রায় দেন হাইকোর্ট। যা আপিল বিভাগেও বহাল রাখা হলো। ওই বছরেরই ১৪ জুন নির্বাচন কমিশন এক নোটিশের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন ও চালান জমা না দেয়াসহ কয়েকটি কারণে তৃণমূল বিএনপিকে নিবন্ধিত না করার বিষয়টি জানালে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়।

/এমএন

Exit mobile version