Site icon Jamuna Television

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও তাক লাগাতে প্রস্তুত কাতার

ছবি: সংগৃহীত

আজ পর্দা নামছে গ্রেটেস্ট শো অন আর্থ। ইতোমধ্যেই ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন, ওয়ার্ল্ড কাপ ইতিহাসে কাতার বিশ্বকাপই সর্বকালের সেরা বলে আখ্যায়িত করেন। শেষটা রাঙাতে উদ্বোধনীর মতোই, কাতার বিশ্বেকাপের সমাপনী অনুষ্ঠানেও আজ থাকছে জমকালো আয়োজন। যেখানে বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’- এর সুরের মুর্ছনায় দর্শক মাতাবেন মার্কিন গায়ক ডেভিডো এবং আইশা। লাইট দ্যা স্টাইক গানে মঞ্চে আসবেন মরক্কো বংশদ্ভুত বলিউড তারকা নোরা ফাতেহি, বালকিস, রহমা রিয়াদ ও মানাল। আতশবাজি উৎসবসহ থাকছে আরো নানা আয়োজন।

শেষ হচ্ছে ৩২ দলের বিশ্ব সেরা হবার মহারণ। আর বাকি মাত্র একটি ম্যাচ। আজ রাতে লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-ফ্রান্স স্বপ্নের ফাইনালের মাধ্যমে পর্দা নামছে বিশ্বকাপের ২২তম আসরের।

মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠান আর আতশবাজি উৎসব দিয়ে বিশ্বকে মোহিত করে শুরু হয়েছিলো কাতার বিশ্বকাপ। শেষ দিনেও থাকছে আড়সম্বর সমাপনী অনুষ্ঠান।

লুসাইলে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ফাইনাল মহারণ। এরআগে হবে সমাপনী অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সমাপনি। ‘এ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলন চলবে, যেখানে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো ভিডিও।

বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’- এর সুরের মুর্ছনায় দর্শকদের মোহিত করবেন মার্কিন গায়ক ডেভিডো এবং আইশা। এরপর বিশ্বকাপের আর একটি গান ‘আর্বো’ গাইবেন ওজুনা এবং গিমস।

লাইট দ্যা স্টাইক গানে মঞ্চ মাতাবেন মরক্কোন বংশদ্ভুত বলিউড তারকা নোরা ফাতেহি, বালকিস, রহমা রিয়াদ ও মানাল।

মাঠের লড়াই শেষে হবে পুরস্কার বিতরণি। যেখানে চ্যাম্পিয়নদের ট্রফি দেয়ার পাশাপাশি দেয়া হবে সেরা খেলোয়াড়, গোলদাতার এবং সেরা গোলরক্ষকের মতো বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার।

কাতার বিশ্বকাপে থাকছে রেকর্ড পরিমান প্রাইস মানি। চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৪২০ কোটি টাকা। রানার্সআপদের অ্যাকাউন্টে যোগ হবে ৩০০ কোটি। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া ২৭০ আর চতুর্থ মরক্কো পেয়েছে ২৫০ কোটি টাকা। কোয়ার্টার ফাইনালে বাদ পড়া ব্রাজিল, নেদারল্যান্ডস, স্পেন ও ইংল্যান্ড প্রত্যেকে পাবে ১৭০ কোটি টাকা। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়া দল ১৩০ আর গ্রুপ পর্বে ছিটকে যাওয়ারা পাবে ৯০ কোটি টাকা পুরস্কার।

/আরআইএম

Exit mobile version