Site icon Jamuna Television

মার্কিন রাষ্ট্রদূতের কোথাও যাওয়ার তথ্য কীভাবে ফাঁস হয় সেটা দূতাবাস জানে: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন রাষ্ট্রদূতের কোথাও যাওয়ার তথ্য কীভাবে ফাঁস হয়, সেটা দূতাবাস জানে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, মার্কিন রাষ্ট্রদূত যখন নিরাপত্তা চাইবে তখনই দেয়া হবে।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে রোহিঙ্গা বিষয়ক আইনশৃঙ্খলা সম্পর্কিত সভা শেষে এ মন্তব্য করেন তিনি। জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না। তবে, রাজধানীর শাহীনবাগের ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

রোহিঙ্গারা আন্তর্জাতিক জঙ্গিদের খপ্পরে পড়তে পারে উল্লেখ করে আন্তর্জাতিক মহলকে বিষয়টি গুরুত্ব দিয়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন আসাদুজ্জামান খান।

/এমএন

Exit mobile version