Site icon Jamuna Television

স্বাধীন দেশে জামায়াত রাজনীতি করতে পারে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্বাধীন দেশে জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে ডিবেট ফর ডেমোক্রেসির ‘বিজয়ের চেতনা বৃথা যায়নি’ শিরোনামে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হয়েছে। বাকি রাজনৈতিক দলগুলো ২৯ বছর ক্ষমতায় থেকেও কোনো উন্নয়ন করতে পারেনি।

এই প্রতিযোগিতায় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ অর্থ পাচার ঠেকাতে সরকারকে আরও শক্ত অবস্থানে যাওয়ার আহ্বান জানান।

/এমএন

Exit mobile version