Site icon Jamuna Television

বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল নসিমন চালকের

ছবি: প্রতীকী

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মতি মিয়া নামে এক নসিমন চালক নিহত হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সড়কের কাঞ্চন পৌরসভার ভালুকাবো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মতি মিয়া উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার আব্দুস সামাদের ছেলে।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওমর ফারুক জানান, নিহত মতি মিয়া তার চালিত নসিমন নিয়ে কাঞ্চন থেকে ভুলতা যাবার পথে ভালুকাবো এলাকায় পৌঁছালে বালুবাহী ড্রাম ট্রাক নসিমনটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ট্রাকের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ কাঞ্চন ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

ইউএইচ/

Exit mobile version