Site icon Jamuna Television

মেসিকে তার সন্তানের আবেগঘন চিঠি

ছবি: সংগৃহীত

ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে বাবাকে আবেগঘন একটি চিঠি লিখেছে মেসির ছেলে থিয়াগো। আর্জেন্টিনাকে তৃতীয় বার চ্যাম্পিয়ন করার আর্জি জানিয়েছেন চিঠিতে। খবর মার্কা’র।

ছেলের চিঠির কথা জনিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। চিঠিতে থিয়াগো লিখেছে, আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা এবং ভরসা। আমরা সবাই তৃতীয় কাপের জন্য অপেক্ষা করছি।

হাতে লেখা ওই চিঠিতে থিয়াগো আর্জেন্টিনার একটি জনপ্রিয় এবং অনুপ্রেরণামূলক গানের কথা উল্লেখ করেছে। সেই গান গেয়েই মেসিদের শুভেচ্ছা জানাচ্ছেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা। তাদের বিশ্বাস, ছেলে থিয়াগোর বার্তা মেসিকে ফাইনালে আরও জ্বলে উঠতে সাহায্য করবে।

বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে এই বিশ্বকাপের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। বিশ্বকাপে এটাই লিওনেল মেসির শেষ ম্যাচ। শেষটা রাঙাতে প্রস্তুত তিনি।

Exit mobile version