Site icon Jamuna Television

ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, মা-মেয়ে দগ্ধ

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে মা ও তার শিশু মেয়ে দগ্ধ হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার ফতুল্লা থানার আলামিনবাগ এলাকায় পুলিশ সদস্য সারোয়ার জাহানের বাড়ির ভাড়াটের ঘরে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ মা ও মেয়েকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রতিবেশীরা জানায়, রাত ২টার সময় গ্যাস সরবরাহ হলে বাড়ির কয়েকজন ভাড়াটে গৃহবধূ রান্নার কাজ শুরু করেন। মিশুক চালক মনির হোসেনের স্ত্রী নারগিস একমাত্র সন্তান মরিয়মকে নিয়ে তাদের ঘরে ঘুমিয়ে ছিলেন। পাশের ঘরে রান্না করার সময় সেখানকার গ্যাস লাইনের লিকেজ থেকে তার ঘরে আগুন ধরে যায়। আগুনে ঘরের সব আসবাবপত্র পুড়ে যায়। এ সময় ঘুমন্ত নারগিস ও তার মেয়ে মরিয়ম দগ্ধ হয়। তাদের চিৎকার শুনে আশপাশের ঘরের লোকজন গিয়ে আগুন নেভান। পরে দগ্ধ দু’জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আগুনে নার্গিস আক্তারের শরীরের ৭০% শতাংশ ও তার মেয়ে মরিয়মের ৫৫% শতাংশ দগ্ধ হয়েছে। এলাকাবাসীর ধারণা, পাশের রান্না ঘর থেকে গ্যাস লাইন লিকেজ হয়ে নির্গত গ্যাস মনিরের ঘরে জমে ছিল। সেই গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ইউএইচ/

Exit mobile version