Site icon Jamuna Television

পেটের ব্যথা সহ্য করতে না পেরে বিষপানে বৃদ্ধের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে পেটের ব্যথা সহ্য করতে না পেরে ইঁদুর মারার ওষুধ খেয়ে মো. শাহাবুদ্দিন (৫০) নামে এক বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত শাহাবুদ্দিন উপজেলার হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের চরলটিয়া পাঁচ বিঘা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

রোববার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার চরলটিয়া পাঁচ বিঘা এলাকার একটি মাছের হ্যাচারিতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে বাড়ির পাশে মাছের হ্যাচারিতে ইঁদুর মারার ওষুধ পান করেন শাহাবুদ্দিন। পরে পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন শাহাবুদ্দিন। ব্যথা সহ্য করতে না পেরে বাড়ির পাশে থাকা মাছের হ্যাচারিতে গিয়ে সেখানে থাকা ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেন তিনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসজেড/

Exit mobile version