Site icon Jamuna Television

বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা, উদ্যোগ শিগগিরই: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো:

বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা, এ ব্যাপারে শিগগিরই উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এজন্য কিছু আনুষাঙ্গিক কাজ আছে, যেগুলো করতে হবে।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে আয়োজিত বিশেষ শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আর্জেন্টিনা বড় দেশ। তাদের সাথে ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ আছে। তাছাড়া বাংলাদেশের প্রতিভাবান ফুটবলারদের আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version