Site icon Jamuna Television

প্রেসিডেন্টের দাওয়াত প্রত্যাখ্যান, ফাইনালে যাবেন না বেনজেমা

ছবি: সংগৃহীত

ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোর দাওয়াত প্রত্যাখ্যান করেছেন করিম বেনজেমা। খবর ইএসপিএন’র।

বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য বেনজেমাসহ ইনজুরির কারণে ফ্রান্স স্কোয়াডের বাইরে ছিটকে পড়া সব খেলোয়াড়কেই বিশ্বকাপ ফাইনাল উপভোগ করার জন্য দাওয়াত পাঠিয়েছেন প্রেসিডেন্ট। শুধু তাই নয় জিদান থেকে শুরু করে সাবেক তারকাদেরও দাওয়াত দিয়েছেন প্রেসিডেন্ট।

কিন্তু করিম বেনজেমা সে সুযোগ গ্রহণ করেননি। তিনি জানিয়ে দিয়েছেন, তিনি যাবেন না কাতারে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে।

ইনজুরির কারণে খেলতে না পারলেও বেনজেমা কাগজে-কলমে এখনো ফ্রান্স দলের সদস্য। ইনজুরির কারণে বিশ্বকাপের আগ মুহূর্তে ছিটকে পড়ার পরও তার নাম তালিকা থেকে বাদ দেয়া হয়নি। এখন তিনি পুরোপুরি সুস্থ।

এর আগে, গুঞ্জন উঠেছিল করিম বেনজেমা বিশ্বকাপের ফাইনালে হয়তো আর্জেন্টিনার বিপক্ষে মাঠে খেলতে নামবেন। তবে এক ইনস্টাগ্রাম পোস্টে খানিকটা রহস্য করে বেনজেমা ‘আমি আগ্রহী নই’ লিখে পোস্ট দেন।

/এনএএস

Exit mobile version