Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজনাথ সিং

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

শনিবার সকাল ১০টায় গণভবনে এই সৌজন্য সাক্ষাতটি অনুষ্ঠিত হয়। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাসহ রাজনাথ সিংয়ের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। গতকাল বিকালে তিনদিনের সফরে ঢাকায় পৌঁছান রাজনাথ সিং।

আগামীকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তার।

Exit mobile version