Site icon Jamuna Television

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ২৭ জুলাই

একবিংশ শতাব্দীর সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ হবে আগামী ২৭ জুলাই। যার স্থিতিকাল হবে ১ ঘন্টা ৪৩ মিনিট। শুক্রবার ভারতের দ্য মিনিস্ট্রি অব আর্থ সাইন্সেস এমনটি জানিয়েছে। খবর এনডিটিভির।

দ্য মিনিস্ট্রি অব আর্থ সাইন্সেস জানায়, ভারতীয় সময় ২৭ জুলাই রাত ১১টা ৫৪ মিনিটে আংশিকভাবে এ চন্দ্রগ্রহণ শুরু হবে। যা ২৮ জুলাই দিবাগত রাত ১টার সময় পূর্ণ চন্দ্রগ্রহণে পরিণত হবে। চন্দ্রগ্রহণের পর, চন্দ্র সূর্য থেকে বেরিয়ে আসবে ২৮ জুলাই রাত ৩টা ৪৯ মিনিটে।

ভারতের সকল রাজ্য থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়াও এশিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়ার পাশাপাশি উত্তর আফ্রিকা, ইউরোপ এমনকি দক্ষিণ আমেরিকা এবং এ্যান্টারটিকা মহাদেশ থেকেও দেখা যাবে চন্দ্রগ্রহণ।

এর আগে ২০১১ সালের ১৫ জুন সর্বোচ্চ চন্দ্রগ্রহণের ঘটনা ঘটেছিলো যার স্থায়িত্ব ছিলো ১ ঘন্টা ৪০ মিনিট।

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ছাড়াও জুলাইয়ে আরেকটি বিরল দৃশ্য দেখা যাবে। ২০০৩ সালের পর পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করবে মঙ্গলগ্রহ এ মাসের ৩১ জুলাই। এ দিন পৃথিবী থেকে ৩ কোটি ৫৮ লাখ মাইল দূরে অবস্থান করবে লাল গ্রহটি। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই দেখা যাবে।

Exit mobile version