Site icon Jamuna Television

গোয়েন্দা স্যাটেলাইটের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া

গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করছে উত্তর কোরিয়া। রোববার (১৮ ডিসেম্বর) চূড়ান্ত পর্যায়ের পরীক্ষাও সম্পন্ন করেছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। ২০২৩ সালের মধ্যে এর কার্যক্রম শেষ হবে বলেও জানানো হয়। খবর রয়টার্সের।

জানানো হয়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর টংচাং-রি-তে সোহাই স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে চালানো হয় পরীক্ষা। পরীক্ষাটির উদ্দেশ্য ছিল স্যাটেলাইট ইমেজিং, ডেটা ট্রান্সমিশন এবং গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেমের সক্ষমতা যাচাই করা।

এর আগে মাত্র ১ দিন আগে পূর্বাঞ্চলীয় উপকূলে পরপর দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। জাপানের বিশেষ অর্থনৈতিক জোনের কাছেই পড়ে সেগুলো। তবে মিসাইল দুটি শনাক্ত করতে পারেনি তারা।

এটিএম/

Exit mobile version