Site icon Jamuna Television

ঋণ পরিশোধে ব্যবসায়ীদের ছাড় দিলো বাংলাদেশ ব্যাংক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ব্যাংক ঋণ পরিশোধে ব্যবসায়ীদের জন্য ছাড় আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে কিস্তির ৭৫ শতাংশ অর্থ জমা দিলে খেলাপি হতেন না ব্যবসায়ীরা। এখন কিস্তির ৫০ শতাংশ অর্থ জমা দিলেই কেউ খেলাপি হবেন না। এ সুযোগ মিলবে চলতি ডিসেম্বর পর্যন্ত।

অক্টোবর থেকে চলতি ডিসেম্বরের মধ্যে যাদের কিস্তি দেয়ার সূচি আছে, কেবল তারাই এই সুযোগ পাবেন। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক গতকাল রোববার (১৮ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করে। আজ সোমবার থেকে তা কার্যকর করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো।

নির্দেশনায় বলা হয়, যুদ্ধাবস্থা প্রলম্বিত হওয়ায় শিল্পের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে ঋণ গ্রহীতাদের প্রকৃত আয় কমেছে। এই প্রেক্ষাপট বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত। ঋণ পরিশোধের সুবিধা দেয়ার জন্যে এফবিসিসিআই দাবি জানিয়ে আসছিল। ব্যাংক খাতে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩৩ হাজার কোটি টাকা।

/এমএন

Exit mobile version