Site icon Jamuna Television

গণতন্ত্র ধ্বংস করেছে বিএনপি, আওয়ামী লীগ তা মেরামত করছে: ওবায়দুল কাদের

গণতন্ত্র ধ্বংস করেছে বিএনপি, আওয়ামী লীগ তা মেরামত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যারা রাষ্ট্রকে ধ্বংস করেছেন, তারাই আবার রাষ্ট্রকে মেরামত করতে চায়, হাস্যকর।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগ আবারও দেশের দায়িত্ব নিতে প্রস্তুত। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় আওয়ামী লীগ। সুশৃঙ্খল কর্মী বাহিনী ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, এবারের জাতীয় সম্মেলনে স্বতস্ফূর্ত উপস্থিতি সব রেকর্ড ছাড়িয়ে যাবে। সম্মেলন সাদামাটা হবে। কিন্তু সম্মেলনে উপস্থিতি সাদামাটা হবে না বলেও জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় উল্লেখ করেন, বাংলাদেশে জোটের কোনো অভাব নেই। ডান-বাম-প্রগতি আর প্রতিক্রিয়াশীল, সবার লক্ষ্য শেখ হাসিনাকে হটানো। বলেন, ক্ষমতায় নেই, তাতেই খাই খাই ভাব বিএনপির। করোনা ও অর্থনৈতিক মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ।

/এমএন

Exit mobile version