Site icon Jamuna Television

অভিনন্দন ভাই, মেসিকে নেইমার

গতকালের ফাইনালে লিওনেল মেসির শুভাকাঙ্ক্ষী ছিল পুরো বিশ্ব। অনেক অঘটনের পর সেটাই হলো। বিশ্বসেরার হাতেই উঠলো কাতার বিশ্বকাপ। শেষপর্যন্ত মেসির হাতে শিরোপা দেখতে পেয়ে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানাতে ভোলেননি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড বন্ধু নেইমারও।

রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

মেসির বিশ্বকাপ জয়ীর ছবি টুইট করে ভালোবাসা জানিয়ে নেইমার লিখেছেন, অভিনন্দন ভাই আমার।

ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ব্রাজিলের বিদায়ে মাঠ ছেড়েছিলেন চোখে জল নিয়ে। নিজের নাগালের বাইরে চলে যাওয়া ট্রফিটা পিএসজি সতীর্থ লিওনেল মেসির হাতে উঠতে দেখেছেন নেইমার। মেসি যাকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ট্রফি জিতেছেন, সেই কিলিয়ান এমবাপ্পেও পিএসজিতে নেইমারের সতীর্থ। তবে সতীর্থ ছাপিয়ে মেসির সঙ্গে নেইমারের সম্পর্কটা বন্ধুত্বের, ভ্রাতৃত্বের। ভাইয়ের সাফল্যে ব্রাজিলিয়ান তারকাও খুশি।

ইউএইচ/

Exit mobile version