Site icon Jamuna Television

ফাইনালে হারের পর ফ্রান্সে সহিংসতা

বিশ্বকাপ ফাইনাল আর্জেন্টিনার পরাজয়ের পর ক্ষুদ্ধ ফ্রান্সের জনতা। রাতভর লিওন শহরজুড়ে ঘটেছে বেশ কিছু বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার করা হয়েছে শহরের নিরাপত্তা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এ সময় সবাই মিলে ঘিরে ধরে গাড়ি থামানোর চেষ্টা করছে। কেউ লাথি মারছে, কেউ আবার প্রজেক্টাইল ছুড়ছে। ফ্যাসিস্ট শিট বলে স্লোগান দিচ্ছে কেউ। কোথাও আবার ফাঁকা রাস্তায় দোকানের ভেতরে ঢুকে হয়রানির চেষ্টা করা হয়েছে।

পুরো শহরজুড়ে ছড়িয়ে পড়া এ সহিংসতায় কোনো আটকের খবর পাওয়া যায়নি। রাতের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদিও ফাইনালকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছিল ফ্রান্স প্রশাসন।

/এমএন

Exit mobile version