Site icon Jamuna Television

স্ত্রীকে হত্যার পর দেহ ৫০ টুকরা করলেন স্বামী!

স্ত্রীকে খুনের পর দেহ ৫০ টুকরো করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। একটি পুরনো বাড়ি থেকে ওই নারীর দেহের ১৮টি টুকরো উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামীকে। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডে। খবর সংবাদ প্রতিদিনের।

খবরে বলা হয়, মৃত ওই নারীর নাম রুবিকা পাহাড়িন। আদিবাসী ওই তরুণীর স্বামী দিলদার আনসারি। তাদের মধ্যে পরিচয় মাত্র ২ বছরের মতো। জানা গিয়েছে, কিছুদিন ধরেই পরিবারের সদস্যরা রুবিকার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। সেই কারণে তারা পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপরই শুরু হয় তল্লাশি। শনিবার সন্ধ্যায় উদ্ধার হয় রুবিকার দেহাংশ।

পুলিশ জানায়, ২২ বছরের ওই নারীর দেহ ৫০ টুকরো করা হয়েছে। দেহের ১৮টি টুকরো উদ্ধার হয়েছে। তবে বেশ কিছু অংশ পাওয়া যায়নি। স্বামী দিলদার আনসারিকে গ্রেফতার করা হয়েছে। মৃত নারী দিলদারের দ্বিতীয় স্ত্রী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুনের পর বৈদ্যুতিক কোনো যন্ত্র দিয়ে টুকরো করা হয়েছে রুবিকার দেহ। তদন্ত চলছে।

ইউএইচ/

Exit mobile version