Site icon Jamuna Television

থার্টিফার্স্ট নাইটে আতশবাজি-পটকা-ভুভুজেলা বাজানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি।

থার্টিফার্স্ট নাইটে আতশবাজি, পটকা, ভুভুজেলা বাজানো যাবে না। পাশাপাশি রাস্তা আটকে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে বড়দিন ও থার্টিফাস্ট নাইটের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এসব সিদ্ধান্ত জানান তিনি। এ সময় ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সব মদের বার বন্ধ থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, মাদকের অপব্যবহার রোধে বিশেষ অভিযান চলবে। থার্টিফার্স্ট নাইট নিয়ে কোনো হুমকি নেই। বড়দিনে কূটনৈতিক পাড়ায় বিশেষ নিরাপত্তা থাকবে। চার্চে নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানান স্বারাষ্ট্রমন্ত্রী।

/এমএন

Exit mobile version