Site icon Jamuna Television

ফের ভয়াবহ তুষারঝড় যুক্তরাষ্ট্রে

ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের একাধিক অঞ্চল। গত ২ দিনে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে নিউইয়র্ক এবং নিউ ইংল্যান্ড এলাকায়। খবর বিবিসির।

কিছুদিন আগেই খারাপ আবহাওয়ার কারণে একাধিক ফ্লাইট বাতিল করতে হয় যুক্তরাষ্ট্রে। এখনও স্বাভাবিক হয়নি পরিস্তিতি।  কর্তৃপক্ষ বলছে, অঞ্চল দুটির বিভিন্ন সড়ক প্রায় ২ ফুট বরফের নিচে চলে গেছে। তুষার ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। অন্ধকারে দিন কাটাচ্ছেন ভারমন্ট এবং নিউইয়র্কের প্রায় ১২ হাজার মানুষ।

একই চিত্র নিউ হ্যাম্পশায়ারেও। সেখানকার প্রায় ৪০ হাজার মানুষ অন্ধকারে। ভারী তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল, চিড়িয়াখানা ও জাদুঘরের মতো বিনোদন কেন্দ্রগুলো। তীব্র তুষার ঝড়ের কবলে ভার্জিনিয়া, জর্জিয়া, ক্যারোলাইনাসহ বিভিন্ন অঙ্গরাজ্য।

ব্যাপক তুষার পাতের কারণে ছোট-বড় দেড় শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সড়কে। মার্কিন আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, আরও কয়েকদিন থাকবে এই বৈরি পরিবেশ।

এসজেড/

Exit mobile version