Site icon Jamuna Television

বাংলামোটরে চলন্ত বাসে আগুন

রাজধানীর বাংলামোটরে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে হঠাৎই বাংলামোটরের মমতাজ ম্যানশনের সামনে সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহি বাসে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকলে চালক দ্রুতই যাত্রীদের নামিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ইঞ্জিনের গোলোযোগ থেকেই এ অগ্নিকোণ্ডের সূত্রপাত। এ ঘটনায় বাংলামোটরে যানজটের সৃষ্টি হয়েছে।

এসজেড/

Exit mobile version