Site icon Jamuna Television

ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ কংগ্রেস কমিটির

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনার সুপারিশ করেছে এ ঘটনা তদন্তে গঠিত কংগ্রেস কমিটি। এর ফলে আইনের আওতায় আসছেন রিপাবলিকান এই নেতা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিনিধি পরিষদের হাউস সিলেক্ট কমিটি বিচার বিভাগকে এই সুপারিশ করে। সরকারি কার্যক্রমে বাধা প্রদান, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, মিথ্যা বক্তব্য এবং বিদ্রোহে প্ররোচিত করা এই ৪টি অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।

ডেমোক্র্যাট এমপি জেমি রাসকিন জানান, এ সুপারিশের বিপরীতে প্রচুর প্রমাণ তাদের হাতে আছে। ক্যাপিটল হিলে হামলার ঘটনা কংগ্রেসের পাশাপাশি মার্কিন বিচার বিভাগও আলাদাভাবে তদন্ত করছে।

কমিটির প্রধান বেনি থম্পসন জানান, ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কয়েকটি ভাগে বিভক্ত করে সুপারিশগুলো যাচাই করা হবে। এদিকে, ট্রাম্পের মুখপাত্র তদন্ত কমিটির কড়া সমালোচনা করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্পের উগ্রপন্থী সমর্থকেরা। হামলার ঘটনায় সাতজন প্রাণ হারান। আহত হন আরও অনেকে।

ইউএইচ/

Exit mobile version