Site icon Jamuna Television

মাছ ধরায় আসক্ত স্বামী, তাই বিবাহবিচ্ছেদ

ছবি: প্রতীকী

স্বামী মাছ ধরায় আসক্ত হয়ে পড়ায় আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করলেন ঝাং নামের এক নারী। মধ্যস্থতার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত আদালত তার আবেদন মঞ্জুর করেন। ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশে। খবর নিউজ এইটিনের।

খবরে বলা হয়, পরিবারে সময় না দেয়ায় স্বামী সানের সঙ্গে আর সংসার করতে চান না স্ত্রী ঝাং। বিবাহবিচ্ছেদের আবেদন করেন আদালতে। যখন আদালতে আইনি প্রক্রিয়া শুরু হয়, তখনও সান ছিলেন মাছ ধরায় ব্যস্ত।

আদালতে করা আবেদনে ঝাং জানিয়েছেন, ১০ বছরের সংসারজীবনে সান তাকে খুব কম সময় দিয়েছেন। এমনকি সন্তানদেরও সময় দেন না তার স্বামী। সানের একমাত্র ধ্যানজ্ঞান মাছ ধরা। মাছ ধরার পেছনে নিজের বেশির ভাগ সময় ব্যয় করেন তিনি। সংসার, স্ত্রী-সন্তানের প্রতি ভীষণ উদাসীন সান। এসব অভিযোগ তুলে সানের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ঝাং।

গতকাল সোমবার যখন আদালতে সান ও ঝাংয়ের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়, তখন সেখানে ঝাং একাই উপস্থিত হন। ছিলেন না সান। জানা যায়, তিনি মাছ ধরা নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে শুনানির সময় পর্যন্ত ভুলে গেছেন। পরে আদালতের পক্ষ থেকে বিষয়টি মনে করিয়ে দেয়ার পর তিনি আদালতে হাজির হন।

ঝাং আরও বলেন, তার স্বামী যখন মাছ ধরতে যেতেন, তখন তিনি সংসার সামলানোর পেছনে ব্যস্ত সময় কাটাতেন। প্রতিদিন সকালে উঠে পরিবারের সবার জন্য নাশতা বানিয়ে, দুই সন্তানকে প্রস্তুত করে বিদ্যালয়ে পাঠিয়ে এরপর কাজে যান তিনি। আর সান বাড়িতে থাকলেও সারাক্ষণ সোফায় শুয়ে শুয়ে নিজের মুঠোফোনে গেম খেলেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, স্ত্রীর অভিযোগের কারণে বেশ বিরক্ত হন সান এবং তিনি বিবাহবিচ্ছেদে রাজি হন। বিচারকও সানের এসব আচরণে অবাক হয়েছেন। তার মতে, মাছ ধরা খারাপ কোনো কাজ নয়। তবে এটার সীমা থাকা উচিত।

ইউএইচ/

Exit mobile version