Site icon Jamuna Television

বীরের বেশেই এমবাপ্পেদের বরণ করলো ফ্রান্স

বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে ফ্রান্স দল। কাতার বিশ্বকাপের রানার্স আপদের বীরের বেশেই বরণ করে নিয়েছে দেশটির জনগণ।

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হারলেও আসর জুড়ে দাপট দেখিয়েছে গ্রিজম্যান, এমবাপ্পেরা। বিমানবন্দর থেকে শোভাযাত্রার মাধ্যমে হোটেল ডি ক্রিঁলোতে নিয়ে যাওয়া হয় তাদের। হোটেলের সামনেই প্রিয় দলের তারকাদের অভ্যর্থনা জানাতে ভিড় করেন হাজারো মানুষ। শিরোপা জিততে না পারলেও বিভিন্ন বয়সের সমর্থকরা উল্লাস করেন দলের দুর্দান্ত পারফরম্যান্সে।

কাতারের লুসাইল স্টেডিয়ামে নির্ধারিত সময়ের পর খেলা অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই আলবিসেলেস্তাদের কাছে ৪-২ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় ফ্রান্সের। তবে দলের পক্ষে একাই চার গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

ইউএইচ/

Exit mobile version