Site icon Jamuna Television

সারাদেশে করোনা টিকার ৪র্থ ডোজ দেয়া শুরু

সারাদেশে পরীক্ষামূলকভাবে করোনা টিকার ৪র্থ ডোজ দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর।

ঢাকার ৭টি হাসপাতালে দেয়া হবে করোনা টিকার চতুর্থ ডোজ। প্রতিদিন কেন্দ্রে গড়ে ১০০ জনকে পরীক্ষামূলক টিকা দেয়া হবে। ডোজ প্রাপ্তির পর চার মাস অতিবাহিত হয়েছে এমন ব্যক্তিদের চতুর্থ ডোজ দেয়া যাবে।

টিকা প্রদানে ৬০ বছর এবং তদূর্ধ্বর বয়সী জনগোষ্ঠী অগ্রাধিকার পাবে। এছাড়া স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী, গর্ভবতী নারী এবং দুগ্ধদানকারী মা এবং সম্মুখসারির যোদ্ধাদের চতুর্থ ডোজ দেয়া হবে। এই কার্যক্রম চলবে ২ সপ্তাহ পর্যন্ত। এরপর জানুয়ারি থেকে পুরোদমে চালু হবে চতুর্থ ডোজ টিকা কার্যক্রম।

ইউএইচ/

Exit mobile version