Site icon Jamuna Television

নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

র‍্যাবের হাতে আটক মোস্তাকিম হোসেন মুন্না ও শাহাদৎ আলী।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়গাছা এলাকায় এক কেজি হেরোইনসহ মোস্তাকিম হোসেন মুন্না ও শাহাদৎ আলী নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। আটককৃত মোস্তাকিম ওই এলাকার নজরুল ইসলামের ছেলে এবং শাহাদৎ আলী একই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে।

সোমবার (১৯ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

র‍্যাব জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর শহরের দক্ষিণ বড়গাছার ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ওই ২ জনের কাছে থাকা একটি ব্যাগ ও দেহ তল্লাশি করে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জের র‍্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় মাদক ব্যবসা করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এএআর/

Exit mobile version