Site icon Jamuna Television

কাতার বিশ্বকাপের লজ্জার একাদশ; আছেন রোনালদো-লুকাকু-মার্টিনেজ

ছবি: সংগৃহীত

সদ্য শেষ হয়েছে দ্যা গ্রেটেস্ট শো আর্থ কাতার ফুটবল বিশ্বকাপ। ৩২টি দলের অংশগ্রহনে নানা চমক, ঘটন- অঘটনের সাক্ষী ফুটবল বিশ্ব। এবারের বিশ্বকাপে হতাশ করেছেন এমন একাদশ প্রকাশ করেছে ফুটবলের জনপ্রিয় ওয়য়েবসাইট ইএসপিএন। যেখানে সবচেয়ে আলোচিত নাম পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়াও তালিকায় রয়েছেন, লুকাকু-লাউতারো মার্টিনেজের নাম।

ভালো পারফরমেন্স করে খেলোয়াড়েরা ঠাই নেন ভক্তদের মনের মণিকোঠায়। আবার, বাজে পারফরমেন্সের জন্য লজ্জায় মুখ ঢাকতে হয় খেলোয়াড়দের। কাতার বিশ্বকাপে বাজে পারফর্ম করা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় নাম রোনালদো। সম্প্রতি পারফর্ম যেন বিস্বাদ বয়ে আনেন রোনালদোর জন্য। এবারের আসরে গোল করেছেন মাত্র একটি সেটিও পেনাল্টি থেকে। গ্রুপ পর্বে একাদশে সুযোগ মিললেও রাউন্ড অব সিক্সটিনে যায়গা হারান শুরুর একাদশ থেকে।

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ ও রয়েছেন এই তালিকায়। মুহুর্মুহু গোল মিস করে শুরুর একদশ থেকে যায়গা হারান মার্টিনেজ। অন্যদিকে, রোমেলো লুকাকুও রয়েছেন এই লজ্জার একাদশে। ফাঁকা গোলপোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হন এই বেলজিয়াম স্ট্রাইকার। বলতে গেলে, বেলজিয়ামের সোনালি প্রজন্মকে তার কারণে গ্রুপ পর্ব থেকে লজ্জার বিদায় নিতে হয়।

বাজে পারফরমেন্স করা একাদশ:

কেইলর নাভাস (গোলরক্ষক) কোষ্টারিকা

দানিলো (ডিফেন্ডার) ব্রাজিল

রুবেন দিয়াস ( ডিফেন্ডার) পর্তুগাল

ডি লিট ( ডিফেন্ডার) নেদারল্যান্ডস

বুস্কেটস ( মিডফিল্ডার) স্পেন

ফেরান তোরেস ( উইঙ্গার) স্পেন

হ্যাজার্ড ( ফরোয়ার্ড) বেলজিয়াম

গোরেৎজকা ( মিডফিল্ডার) জার্মানি

রোমেলু লুকাকু ( স্ট্রাইকার) বেলজিয়াম

লাউতারো মার্টিনেজ (স্ট্রাইকার) আর্জেন্টিনা

ক্রিস্টিয়ানো রোনালদো (ফরোয়ার্ড) পর্তুগাল

/আরআইএম

Exit mobile version