Site icon Jamuna Television

হাতিরঝিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক রহমত উল্লাহ রনি জানান, মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় খবর পেয়ে এফডিসি গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিআইডির ক্রাইমসিনের সদস্যদের সাহায্যে ভিকটিমের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান থানার উপ-পরিদর্শক। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

এসজেড/

Exit mobile version