Site icon Jamuna Television

অর্থ আত্মসাতের অভিযোগে সলিমুল্লাহ মেডিকেলের ক্যাশিয়ার গ্রেফতার

চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার কথা বলে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশিয়ার আব্দুছ ছাত্তার মিয়াকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। দুদক বলছে, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার জন্য আদায়কৃত সরকারি রাজস্ব অর্থাৎ ইউজার ফি বাবদ ২ কোটি ৫৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন আব্দুছ ছাত্তার মিয়া। এ ঘটনায় দুদক তার বিরুদ্ধে মামলা করে।

/এমএন

Exit mobile version