Site icon Jamuna Television

আর্জেন্টিনায় ব্যাংকে সাধারণ ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত

৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মেসি-মার্টিনেজ-ডি মারিয়াদের অসাধারণ পারফরম্যান্সে স্বপ্নের সোনালী ট্রফি জয় করে নেয় দিয়াগো ম্যারাডোনার উত্তরসূরিরা। এই বিজয় উদযাপন করতে আর্জেন্টিনার সকল ব্যাংকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইতোমধ্যেই দেশের বিমানবন্দরে অবতরণ করেছে বিশ্বকাপজয়ী দল। তাদের বরণ করে নিতে বুয়েন্স আয়ার্সের রাস্তায় নেমেছে ফুটবল প্রেমীদের ঢল। ভামোস আর্জেন্টিনা স্লোগানে কাঁপছে পুরো বিমানবন্দর এলাকা। ছাদখোলা বাসে চেপে অভ্যর্থনা গ্রহণ করছেন বিশ্বকাপজয়ী দলের সদস্যরা।

আরও পড়ুন: স্বপ্নের বিশ্বকাপ ট্রফি পাশে নিয়েই স্বপ্ন দেখছেন মেসি

উল্লেখ্য, রোববার (১৮ ডিসেম্বর) রাতে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ নিজেদের করে নেয় লিওনেল মেসিরা। আজ (২০ ডিসেম্বর) বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে ফিরেছেন তারা। বিশ্বজয়ের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং উৎসবে সবাইকে শামিল করতে অফিস-আদালত, স্কুল-কলেজসহ সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

/এনএএস

Exit mobile version