Site icon Jamuna Television

৩৭০ বছরের ইতিহাস ভাঙলো তাজমহলের

ছবি: সংগৃহীত

৩৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো তাজমহলে প্রোপার্টি ট্যাক্স এবং পানির বিল পরিশোধ করার জন্য নোটিশ পাঠানো হয়েছে। খবর এনডিটিভি’র।

তাজমহল এবং আগ্রা দুর্গ উভয়কে বিভিন্ন ইউনিটের বকেয়া বিল পরিশোধের জন্য ১ কোটি রুপি বিল পরিশোধ করতে বলেছে ভারতের প্রত্নতত্ত্ব জরিপ। ভারতের প্রত্নতত্ত্ব জরিপ একে অনিচ্ছাকৃত ভুল বলে আখ্যায়িত করেছেন।

আগ্রার প্রত্নতত্ত্ব বিভাগের পরিদর্শক রাজ কুমার পাটেল বলেন, তিনটি নোটিশ পাঠানো হয়েছে, এর মধ্যে দুটি তাজমহলের জন্য অন্যটি আগ্রা দুর্গের জন্য। পোপার্টি ট্যাক্স এবং পানির বিল হিসেবে ওই নোটিশে তাজমহলে ১ কোটি রুপির বেশি অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে ঐতিহাসিক স্থাপত্যের জন্য এ ট্যাক্স কার্যকর হবে না। কীভাবে তাজমহলে নোটিশ পাঠানো হলো তার কারণ খুঁজতে তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে।

/এনএএস

Exit mobile version