Site icon Jamuna Television

ভোটযুদ্ধে শেখ হাসিনাকে হারানো যাবে না বলে চক্রান্ত করা হচ্ছে: ওবায়দুল কাদের

ভোটযুদ্ধে শেখ হাসিনাকে হারানোর যাবে না বলে একটি মতলবি মহল চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বড় দিনের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আবারও সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিচ্ছে। তাই সবাইকে এক হয়ে এর মোকাবেলা করতে হবে।

এসময় কেক কেটে বড় দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। মিরপুর আন্তঃমান্ডলিক বড়দিন উদযাপন কমিটির এ আয়োজন করা হয়েছে মিরপুরের মিশন ব্যাপ্টিস্ট স্কুলের মাঠে।

এসজেড/

Exit mobile version