Site icon Jamuna Television

মেসির জার্সিতে পা মুছে ঢুকতে হবে ফ্রান্সের বারে!

ছবি: সংগৃহীত

যে লুসাইলে সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু হয়েছিল আলবিসেলেস্তেদের, সেখানেই তারা ঘুচালো ৩৬ বছরের শিরোপার খরা। ফ্রান্সকে হারিয়ে শিরোপা খরা কাটিয়েছে মেসি বাহিনী।

মেসির এই বিশ্ব জয় যখন পুরো বিশ্বে প্রশংসায় ভাসছে তখনই ফ্রান্সের এক বার মালিক মেসিকে অপমান করে বসলো রেস্টুরেন্ট মালিক।

একটি বারে ডোরম্যাট হিসেবে মেসির পিএসজির জার্সি রেখে পাশে ব্ল্যাকবোর্ডে লিখে রাখা হয়েছে, ‘যখন আপনি রেস্টুরেন্টে ঢুকবেন পা মুছতে ভুলবেন না’। আর পা মোছার জন্য সেখানে মেসির পিএসজির জার্সি রাখা হয়েছে। খবর ট্রিবিউন’র।

আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ শিরোপা হারিয়েছে ফ্রান্স। আর তার পরেই সে এই পদ্ধতি অবলম্বণ করেছে। এটি যে আর্জেন্টিনার কাছে পরাজয়ের কষ্টে করেছেন সেটি আর ভেবে বলা লাগে না।

/এনএএস

Exit mobile version