Site icon Jamuna Television

আজ যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন জেলেনস্কি

আজ বুধবার যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের কথা রয়েছে তার।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এমনটা হলে, ফেব্রুয়ারিতে রুশ সামরিক অভিযান শুরুর পর এটাই হবে জেলেনস্কির প্রথম বিদেশ সফর। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসে তিনি ভাষণ দিতে পারেন। তবে, নিরাপত্তার কারণেই পুরো পরিকল্পনা গোপন রাখা হয়েছে। সংক্ষিপ্ত নোটিশে পাল্টানো হতে পারে সফরসূচি।

গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) কংগ্রেসের উভয়কক্ষের সদস্যদের বুধবার রাতের অধিবেশনে যোগদানের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন স্পিকার ন্যান্সি পেলোসি। বিস্তারিত ব্যাখা না দিয়ে জানিয়েছেন গণতন্ত্র রক্ষার প্রতিই থাকবে অধিবেশনের ফোকাস। আন্তর্জাতিক সভা-সম্মেলন বা পার্লামেন্টে নিয়মিত ভার্চুয়ালি যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

/এমএন

Exit mobile version