Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। শ্রদ্ধা শেষে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, জাতির পিতার আদর্শ নিয়ে ছাত্রলীগ এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধবিরোধী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে। নির্বাচন ছাড়া যারা ক্ষমতা দখলের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধেও সোচ্চার থাকবে বলে জানান তিনি।

এ সময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, সামনের দিনের আন্দোলনে ছাত্রলীগ নেতৃত্ব দেবে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক গড়তে সংগঠনটি কাজ করবে বলেও জানান তিনি।

/এমএন

Exit mobile version