
প্রবল তুষারপাতে বিপর্যস্ত কানাডার জনজীবন। গেলো ২৪ ঘণ্টায় প্রায় ১০ ইঞ্চি পুরু তুষারপাত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। খবর সিবিসি নিউজের।
কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে বিপর্যস্ত পরিস্থিতি ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে। সেখানে তীব্র শ্বৈতপ্রবাহ এবং তুষারপাতের সতকর্তা জারি করেছে প্রশাসন। অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের হবার ক্ষেত্রে আরোপ করেছে নিষেধাজ্ঞা।
এদিকে, বৈরী আবহাওয়ার জেরে এরইমধ্যে বাতিল হয়েছে ব্যস্ততম বিমানবন্দর ভ্যানকুভারের অন্তত দুইশ ফ্লাইট। এতে আসন্ন ক্রিসমাসকে ঘিরে চলাচল বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা জানানো হচ্ছে।
তুষারপাতের জেরে এলোমেলো হয়ে পড়েছে শহরের ট্রাফিক ব্যবস্থাও। উত্তর-পশ্চিমাঞ্চলেও এ শ্বৈতপ্রবাহ ছড়িয়ে পড়ার আশঙ্কা আবহাওয়াবিদদের।
/এমএন
 
				
				
				
 
				
				
			


Leave a reply