Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় প্রাইভেটকার দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১

দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারটি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় রিয়াদ হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রিয়াদ কার্পাসডাঙ্গার আরামডাঙ্গা গ্রামের ইউনুস বিশ্বাসের ছেলে এবং গুরুতর আহত শামীম (১৫) কোমরপুর গ্রামের মিথুন আলীর ছেলে।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে কার্পাসডাঙ্গার নতুনপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রিয়াদের বাবা রেন্ট-এ-কার ব্যবসায়ী। বাবার গ্যারেজের প্রাইভেটকার নিয়ে বুধবার সকালে ঘুরতে বের হয় রিয়াদ। এসময় তার সাথে যায় মিথুন। কার চালাচ্ছিল ১৫ বছর বয়সী রিয়াদ। পথিমধ্যে কারটি নতুনপাড়া মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মারা যায় রিয়াদ এবং গুরুতর আহত হয় শামীম। পরে আহত শামীমকে চিকিৎসার জন্য চিৎলা হাসপাতালে নেয়া হয়।

এনিয়ে দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হবে।

এএআর/

Exit mobile version