Site icon Jamuna Television

কাউন্সিলরদের তদারকির মাধ্যমে মশা নিয়ন্ত্রণ সম্ভব: মেয়র আতিক

ফাইল ছবি

কাউন্সিলদের নিয়মিত তদারকির মাধ্যমে ঢাকা সিটিতে মশার নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে দিনব্যাপী ছাদবাগান বিষয়ক কর্মশালায় একথা বলেন তিনি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, সঠিক ব্যবস্থাপনায় ছাদবাগান করলে সেখানে মশা জন্মায় না। তাই নগরবাসীকে নিয়ম মেনে ছাদ বাগান গড়ে তোলার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ছাদ বাগানের মাধ্যমে সবুজ ঢাকা গড়ে তোলা হবে। সবুজায়নের মাধ্যমে ঢাকা সিটিকে অক্সিজেনের হাব’এ পরিণত করা হবে বলেও এ সময় জানান মেয়র।

আরও পড়ুন: ভারতের সাথে সম্পর্ক চমৎকার, যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নতি হচ্ছে: ওবায়দুল কাদের

/এম ই

Exit mobile version