Site icon Jamuna Television

কোরীয় উপদ্বীপে আবারও শুরু হলো যৌথ সামরিক মহড়া

আনাদোলু থেকে সংগৃহীত ছবি।

কোরীয় উপদ্বীপে আবারও যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। জানা গেছে, উত্তর কোরিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং রকেট উৎক্ষেপণের পাল্টা জবাব দিতেই এ মহড়া। খবর আনাদোলুর।

যুক্তরাষ্ট্রের এফ-২২ র‍্যাপটর ফাইটার জেটের পাশাপাশি বি-৫২ ধরনের যুদ্ধবিমানও অংশ নেয় এ মহড়ায়।

মহড়ার যুদ্ধ প্রশিক্ষণে নিজেদের বিমান বাহিনীর সক্ষমতা প্রদর্শন করছে ওয়াশিংটন-সিউল। এবারের মহড়ায় দুই দেশের সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান অংশ নিয়েছে। ৫ম প্রজন্মের এসব স্টেলথ বিমান খুব সহজেই শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম বলে জানা গেছে।

/এসএইচ

Exit mobile version