Site icon Jamuna Television

দেশে অপশক্তির অনুপ্রবেশ ঘটেছে: তথ্যমন্ত্রী

ফাইল ছবি।

দেশে অপশক্তির অনুপ্রবেশ ঘটেছে। অনুপ্রবেশকারী স্বাধীনতা বিরোধীদের এখনো দেশে লালন পালন করা হচ্ছে। যা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আওয়ামী লীগ লড়াই করছে। দেশকে এগিয়ে নিতে কাজ করছে। আওয়ামী লীগের সম্মেলনও দেশেকে এগিয়ে নেয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তথ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের হাত ধরেই দেশ ডিজিটাল হয়েছে। আওয়ামী লীগই গড়বে স্মার্ট বাংলাদেশ। বিএনপির নেতৃত্বে দেশবিরোধী অপশক্তিরা যে চক্রান্ত করছে তাদের বিষয়ে ও সম্মেলন থেকে নির্দেশনা থাকবে।

/এনএএস

Exit mobile version