Site icon Jamuna Television

ভালোবাসার মানুষ খুঁজতে বিলবোর্ডে বিজ্ঞাপন

ছবি: সংগৃহীত

ভালোবাসার মানুষ খুঁজতে বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন রাশিয়ান এক তরুণী। খবর এনডিটিভি’র।

ওই তরুণীর নাম মারিয়া মলোনোভা (২৬)। আর তার বিজ্ঞাপন নজরে আসে ইউক্রেনের এক ব্যবসায়ী সেরহি খারকুশার। ২৬ বছর বয়সী এই তরুণ মারিয়ার সৌন্দর্যে বিমোহিত বলে জানিয়েছেন।।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ডেটিং অ্যাপ ব্যবহার বন্ধ থাকায় ওই তরুণী নিজের পছন্দ মতো পাত্র খুঁজতে বিলবোর্ড বাড়া করে বিজ্ঞাপন দেয়ার সিদ্ধান্ত নেন। যেই ভাবা সেই কাজ। পেয়েও গেছেন পারফেক্ট ম্যাচকে।

২৬ বছর বয়সী সেরহি খারকুশা মারিয়ার সৌন্দর্যে বিমোহিত হয়ে প্রেমে পড়ে সাড়া দিয়েছেন। বিজ্ঞাপনের জাবাবে তরুণ জানান, আমার দিকে তাকাও, আমি এখানেই।

এ বিষয়ে খারকুশা বলেছেন, আমি যুদ্ধের সমর্থক বা ভ্লাদিমির পুতিনকে সম্মান করি না। আমি বুঝতে পারছি না তিনি কি করছেন, তবে একজন রাশিয়ান তরুণীর প্রেমে পড়ে আমার ভালো লাগছে।

/এনএএস

Exit mobile version