Site icon Jamuna Television

পাকিস্তানে থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় একটি থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে। খবর ডন’র।

প্রতিবেদনে বলা হয়, হামলায় এক পুলিশ কনস্টেবল আহত এবং এক সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। আহত পুলিশ কনস্টেবলের নাম ইলিয়াস।

রেহমান ওয়াজির নামের এক পুলিশ সদস্য বলেন, সোমবার (১৯ ডিসেম্বর) রাত একটার দিকে জঙ্গিরা রকেট লাঞ্চার এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ স্টেশনটিতে হামলা চালায়। হামলার সময় ওয়াজিরও পুলিশ স্টেশনটির ভেতরে অবস্থান করছিলেন।

তিনি আরও বলেন, প্রায় ৫০ জন জঙ্গি পুলিশ স্টেশনটির সামনের গেট বোমা মেরে উড়িয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ে। পুলিশ সদস্যরা কিছুক্ষণ জঙ্গিদের প্রতিহত করার চেষ্টা করেন। এরপর তাদের জিম্মি করা হয়।

/এনএএস

Exit mobile version