Site icon Jamuna Television

মস্কোর নতুন আবিষ্কার হাইপারসনিক ক্রুজ মিসাইল নিয়ে যা বললেন পুতিন

সম্প্রতি রাশিয়া এক নতুন হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরি করেছে। খুব শিগগিরই তা রুশ নৌবহরে যুক্ত হবে। খবর এএফপির।

বুধবার (২১ ডিসেম্বর) দেশটির উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এ তথ্য জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় পুতিন বলেন, আগামী বছর জানুয়ারিতে এই ক্রুজ মিসাইল রুশ নৌবহরে যুক্ত করা হবে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, এই হাইপারসনিক জিরকন মিসাইলের সমতুল্য পৃথিবীতে আর কোনো মিসাইল নেই।

এটিএম/

Exit mobile version