Site icon Jamuna Television

ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দেয়ার তথ্য নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র

১ দশমিক ৮৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অ্যাডভান্স প্যাট্রিওট এয়ার ডিফেন্স সিস্টেম দেয়ার কথা জানিয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) জেলেনস্কি ওয়াশিন্টন পোঁছানোর মাত্র কয়েক ঘণ্টা আগে এ তথ্য নিশ্চিত করা হয় বাইডেন প্রশাসনের পক্ষ থেকে। খবর আল জাজিরার।

মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, ইউক্রেনকে প্রথমবারের মতো প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দেয়া হচ্ছে। এর সহায়তায় ক্রুজ ক্ষেপণাস্ত্র, স্বল্প পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিমান নামিয়ে আনা সম্ভব হবে।

এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিলো, যতদিন প্রয়োজন ওয়াশিংটন ইউক্রেনকে মানবিক সহায়তা দিয়ে যাবে এবং এই সফর এরই প্রমাণ।

এটিএম/

Exit mobile version