Site icon Jamuna Television

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: পেপ গার্দিওলা

ম্যানচেস্টার সিটির ম্যানেজার এবং মেসির প্রাক্তন কোচ পেপ গার্দিওলা তার বিশ্বাস পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, আর্জেন্টিনার অধিনায়ক মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়। খবর সিএনএনের।

কাতারে ২০২২ সালের বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। এসময় তিনি তৈরি করেন অসাধারণ সব কালজয়ী মুহূর্ত।

মেসির বর্ণাঢ্য ক্যরিয়ারে বাকি থাকা ট্রফি ফিফা ফুটবল বিশ্বকাপ যোগ করলো সফলতার চূড়ান্ত পালক। রোমাঞ্চকর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর পেনাল্টিতে আর্জেন্টিনার বিশ্বকাপ ট্রফি জয়।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনায় মেসিকে কোচিং করান গার্দিওলা। তার অধীনে ফর্মের তুঙ্গে থেকে ১৪টি শিরোপা জিতেছিল কাতালানরা। স্প্যানিশ ক্লাবটির এমন অর্জনের স্বীকৃতি হিসেবে দু’বার বর্ষসেরা কোচের পুরস্কারও জিতেছিলেন তিনি। গার্দিওলা কোচের দায়িত্বে থাকাকালীন মেসিও ছিলেন দারুণ সফল। ক্যারিয়ারের সাতটি ব্যালন ডি’অরের চারটিই জিতেছিলেন সেসময়।

এটিএম/

Exit mobile version