Site icon Jamuna Television

ঘরে ঢুকে কালকিনির পৌর মেয়রকে হত্যাচেষ্টা

মাদারীপুরের কালকিনি পৌর মেয়র এনায়েত হোসেনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মেয়র এনায়েতকে।

স্বজনরা জানান, রাত আনুমানিক ২টার সময় মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে করে ১২ জন গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে। তারা শোবার ঘরের জানালা ভেঙ্গে রাম দা দিয়ে ঘুমন্ত মেয়রের মাথায় আঘাত করে। প্রাণে বাঁচতে মেয়র তার বিছানায় থাকা শটগান দিয়ে গুলি ছোঁড়েন। এরপর কয়েকটি গুলি করে আর বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আহত মেয়রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মাথায় সেলাই দেয়া হয়েছে। এনায়েত হোসেন বলেন তাকে মেরে ফেলতেই এই হামলা চালানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে কালকিনি থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, হামলাকারীদের ধরতে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version