Site icon Jamuna Television

মাতামুহুরি নদী থেকে ৫ স্কুলছাত্রের লাশ উদ্ধার

কক্সবাজারে মাতামুহুরি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ৫ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। এর আগে, তলিয়ে যাওয়ার সময় একজনকে জীবিত উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুরে চকরিয়া গ্রামার স্কুলের ছাত্ররা মাতামুহুরি ব্রিজ এলাকায় প্রীতি ফুটবল ম্যাচ খেলে। এরপর ছয়জন নদীতে গোসল করতে নেমে পানির তোড়ে ভেসে যায়। একজনকে উদ্ধার করে স্থানীয়রা। বাকিদের উদ্ধারের চেষ্টায় নামে ফায়ার সার্ভিস। সন্ধ্যায় ৩ ও রাতে ২ ছাত্রের মরদেহ উদ্ধার হয়। নিহতরা হলেন দশম শ্রেণির ছাত্র সায়ীদ জাওয়াদ, আমিনুল হোসাইন এমশান, মো. ফারহান, মেহরাব হোসেন ও তূর্য ভট্টাচার্য। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনায় গোসল করতে নেমে নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version