Site icon Jamuna Television

সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের আহ্বান গয়েশ্বরের

সরকারকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এজন্য গুম-খুন বন্ধ করে পদত্যাগের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। ভোটের অধিকার ফিরিয়ে দেয়া না হলে জনগণ বর্তমান সরকারকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এ সময় তিনি বিএনপির সব নেতাকর্মীকে মুক্তি দেয়ারও আহ্বান জানান। তাদের মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সব রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

/এমএন

Exit mobile version