Site icon Jamuna Television

টাইগার ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে লড়ছেন মমিনুল

ছবি: সংগৃহীত

মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। টাইগার ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন দলে ফেরা মমিনুল হক। চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ১৮৫ রান।

৩৯ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গেন জয়দেব। ব্যক্তিগত ১৫ রানে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাকির হাসান। বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি নাজমুল শান্তও। ২৪ রানে অশ্বিনের এলবিডাব্লিউ’র ফাদেঁ পড়েন তিনি। তৃতীয় উইকেটে সাকিব ও মুমিনুলের ৪৩ রানের জুটিতে ২ উইকেটে ৮২ রান নিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।

ছবি: সংগৃহীত

মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম বলেই উমেশ যাদবের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ১৬ রান করা সাকিব এক কোথায় বলতে গেলে নিজের উইকেটটি বিলিয়ে দিয়ে আসেন।

দারুণ শুরু করা মুশফিকুর রহিমও ২৬ রানের বেশি তুলতে পারেননি। জয়দেব উনাদকাটের বলে রিশাভ পান্থের হাতে তালুবন্দী হন । একপ্রান্ত ধরে রেখে ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক তুলে নেন মুমিনুল হক। ওয়ানডে স্টাইলে ২৬ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। একপ্রান্ত আগলে রেখে মমিনুল হক অপরাজিত রয়েছেন ৬৬ রানে। মেহেদী মিরাজ আছেন ৪ রানে অপরাজিত।

ছবি: সংগৃহীত

এর আগে, একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন, সুযোগ পেয়েছেন মুমিনুল হক। বাদ পড়েছেন ইয়াসির আলী ও এবাদত হোসেন।

/আরআইএম

Exit mobile version