Site icon Jamuna Television

বিয়ের দাবিতে ঘোড়ায় চড়ে মিছিল

ছবি: সংগৃহীত

বিয়ের বয়স হয়ে গেলেও যোগ্য পাত্রী না পাওয়ায় সরকারের কাছে চিঠি দিয়েছে মহারাষ্ট্রের স্থানীয় যুবকরা। খবর এনডিটিভি’র।

বুধবার (২০ ডিসেম্বর) রাজ্যের সোলাপুরে বিয়ে করতে ইচ্ছুক একদল পুরুষ একত্রিত হয়ে একটি দল গঠন করেন। দলের নাম দেয়া হয় ‘ব্রাইডগ্রুম মোর্চা’ বা ‘পাত্রের দল’। পরে তারা একটি মিছিল করেন। মিছিলে তাদের সাথে ঘোড়া ব্যান্ড পার্টিও ছিল। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নিজেদের দাবি উল্লেখ করে একটি চিঠি জমা দেন।

এ আয়োজনের উদ্যোক্তা রমেশ বরস্কর বলেন, মানুষ আমাদের নিয়ে ঠাট্টা করতে পারে। কিন্তু কঠিন বাস্তবতা হলো, বিয়েযোগ্য পুরুষরা পাত্রী খুঁজে পাচ্ছেন না। কারণ এখানে নারী-পুরুষের অনুপাত ঠিক নেই।

অনেকে আবার অভিযোগ করেন তারা শহরে না থাকায় এবং ভালো চাকরি না করায় তাদের বিয়ে হচ্ছে না।

এ বিষয়ে শিলভান্ত নামের ২৯ বছর বয়সী এক যুবক বলেন, আমি পারিবারিক ব্যবসা দেখাশোনা করি। কিন্তু যখন কণে পক্ষ আমাকে দেখতে আসে এবং জানতে পারে আমি কৃষিকাজের সাথে জড়িত এবং শহরে থাকি না তখনি তারা আমাকে বর হিসেবে বাতিল করে দেয়। এভাবে কমপক্ষে ২৫ বার তাকে পাত্র হিসেবে বাতিল করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

/এনএএস

Exit mobile version